শুভ প্রতিদিন ডেস্ক:
সিলেটের বিয়ানীবাজার থেকে ফেনসিডিলসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (১৫ জুন) সন্ধ্যা ৭টায় বিয়ানীবাজার থানাধীন টিকরপাড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় ৯০০ বোতল ফেনসিডিল। একটি প্রাইভেটকার, একটি পিকআপ গাড়ি ও একটি মোবাইল জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত মো. রাসেল আহম্মদ (৩০) সিলেটের জকিগঞ্জের পিল্লাকান্দি গ্রামের জামাল আহম্মদের ছেলে।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে সিলেট জেলার বিয়ানীবাজার থানায় মামলা দায়েরপূর্বক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।