বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১০:২৭ পূর্বাহ্ন


বিয়ানীবাজারে মানষিক ভারসাম্যহীন যুবক নিখোঁজ, সন্ধান কামনা

বিয়ানীবাজারে মানষিক ভারসাম্যহীন যুবক নিখোঁজ, সন্ধান কামনা


শেয়ার বোতাম এখানে

গোলাপগঞ্জ প্রতিনিধি:

বিয়ানীবাজারে জয়নুল মিয়া (৩২) নামে মানষিক ভারসাম্যহীন এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) যে কোন এক সময় তিনি বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর সম্ভাব্য সকল স্থানে খুঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

জয়নুল মিয়া উপজেলার কামারকান্দি দাসউরা বাজার এলাকার ফারুক মিয়ার ছেলে।

জানা যায়, মঙ্গলবার যে কোন সময় সে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর সম্ভাব্য সকল স্থানে খুঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। তার সন্ধান পেতে পরিবারের সবাই হন্য হয়ে খুঁজাখুঁজি করছেন। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে বিয়ানীবাজার থানায় জিডির প্রস্তুতি চলছে বলে জানানো হয়। যদি কোন সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়।

তার ভাই নজমুল ইসলাম ০১৭৪১-৪৮২৮৭৩ ও চাচাতো ভাই রেজাউলের ০১৭২৬-০০২৭৬৩ এই নাম্বারে যোগাযোগ করা জন্য অনুরোধ জানানো হয়।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin