শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৪ অপরাহ্ন


বিয়ানীবাজার আলীনগরে মাইকে ঘোষনা দিয়ে দু গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ: আহত ৪০

বিয়ানীবাজার আলীনগরে মাইকে ঘোষনা দিয়ে দু গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ: আহত ৪০


শেয়ার বোতাম এখানে

বিয়ানীবাজার প্রতিনিধিঃ

বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের রামদা বাজারে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ এখনো থামেনি। শুক্রবার রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লিখা পর্যন্ত সংঘর্ষ চলছে বলে জানা গেছে। ঘটনাস্থলে বিয়ানীবাজার থানা পুলিশসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি।

এদিকে, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূর। এ প্রতিবেদন লিখা পর্যন্ত জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা সংঘর্ষ থামাতে দুই গ্রামবাসীকে শান্ত করার চেষ্টা করছেন বলে জানা গেছে।

জানা গেছে, শুক্রবার রাত ৯টার দিকে সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের রামদা বাজারে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। তবে তাৎক্ষনিক সংঘর্ষের কারণ জানা যায়নি।

স্থানীয়রা জানিয়েছেন, প্রায় দেড় ঘন্টাব্যাপী সময় ধরে দুই গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষ চলমান রয়েছে। সংঘর্ষকারী উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা চলছে। সংঘর্ষে উভয় পক্ষের ৪০ জন আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় ঘন্টাব্যাপী সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটক পড়ায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। খবর পেয়ে বিয়ানীবাজার থানা ও চারখাই ফাড়িসহ সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছেন। তবুও দুই পক্ষকে শান্ত করা যাচ্ছে না। পরিস্থিতি থমথমে বিরাজ করছে।বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, রামদা বাজারে দুটি পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ চলছে শুনে ঘটনাস্থলে যাচ্ছি। তবে এর আগেই খবর পেয়েই পুলিশের দুটি টিম সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin