বিয়ানীবাজার প্রতিনিধি:
বিয়ানীবাজার থানায় প্রায় একশ’ জনের ইফতারী প্রদান করলেন কানাডা প্রবাসী দুলাল হক। শুক্রবার বিকেলে বিয়ানীবাজার থানার ওসি অবনি শংকর কর এর হাতে প্রায় একশ জনের ইফতার সামগ্রী তুলে দেন। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মুকিত মুহাম্মদ ও শাহীন আলম হৃদয়।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ অবনী শংকর কর বলেন, দুলাল হক একজন দয়াবান মানুষ। তিনি সবসময় মানুষের কল্যানে কাজ করে থাকেন। দুলাল হকের মত সামর্থ্যবান প্রত্যেক প্রবাসীকে অসহায় মানুষের পাশে দাড়িয়ে কাজ করার আহবান জানান।
কানাডা প্রবাসী দুলাল হক বলেন, এ জগতে মানুষের কল্যানে কাজ করার মধ্যে যে আত্মতৃপ্তি পাওয়া যায় তা আর কিছুতেই পাওয়া যায়না। শুধু দুর্যোগ নয় সবসময় বিবেকের তাড়ানায় আমি মানুষের আপদ-বিপদে সহায়তা করার চেষ্টা করে থাকি এবং মৃত্যুর আগ পর্যন্ত আমার এ চেষ্টা অব্যাহত থাকবে।