ধ্রুব গৌতুম:
এক চীনা ডাক্তার আমেরিকার কোন ক্লিনিকে কাজ না পাইয়া নিজেই চেম্বার খুললেন। চেম্বারের সামনে বোর্ডে ঝুলাইয়া রাখলেন লেখাঃ চিকিতসা বিশ ডলারে, ব্যর্থ হলে একশো ডলার ফেরত পাবেন।
এক আমেরিকান উকিল ভাবলেন এই তো সুযোগ। একশো ডলার কামাইয়া আসি।
তিনি গিয়া বললেন, আমার মুখে কোন স্বাদ পাই না।
ডাক্তার নার্সরে বললেন, ও নার্স, বিশ নাম্বার বোতল থেকে তিন ফোঁটা ওষুধ উনার মুখে দেন।
নার্স দিলেন।
উকিল চিল্লাইয়া উঠলেন। কী দিছ এইটা, এগুলা তো কেরাশিন।
ডাক্তার বললেন, এই তো স্বাদ ফিরে পাইছেন। বিশ ডলার দেন।
উকিল বিশ ডলার দিলেন।
কয়দিন পরে আবার আসলেন টাকা উদ্ধারে।
এবার আইসা বললেন, আমি স্মৃতি হারাইছি, কিছু মনে থাকে না।
ডাক্তার নার্সরে বললেন, ও নার্স, বিশ নাম্বার বোতল থেকে তিন ফোঁটা তবারক উনার মুখে দেন।
নার্স বোতল হাতে নিতেই উকিল চিল্লাইয়া উঠলেন, আরে এইটা তো কেরাশিনের বোতল। গতবার এইটাই আমার মুখে দিছিলা তোমরা।
ডাক্তার বললেন, বিশ ডলার দেন। মেমোরি ফিরা পাইছেন।
উকিল বিরক্ত হইয়া বিশ ডলার দিলেন।
এর কয়দিন পরে আবার তিনি গেলেন। এবার চিন্তা ভাবনা করে আসছেন, কীভাবে টাকা উদ্ধার করবেন।
গিয়া ডাক্তাররে বললেন, আমার চোখের দৃষ্টি কইমা গেছে, কিছু দেখি না।
ডাক্তার বললেন, এইটার কোন ওষুধ তো নাই আমার। তাইলে এই একশো ডলারই নেন।
নোট হাতে নিয়া উকিল দেখলেন বিশ ডলার। তিনি বললেন, আরে এইটা তো বিশ ডলার!
ডাক্তার বললেন, এই তো কাজ হইছে। দৃষ্টি ফিরে পাইছেন। আমার ফিস বিশ ডলার দেন!!
চায়নার সাথে আমেরিকা বুদ্ধিতে পারবো না!
লেখক: কবি ও সংগঠক