শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৮:৫২ অপরাহ্ন


বৃটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্সের নব নির্বাচিত কমিটিকে হাইকমিশনারের অভিনন্দন

বৃটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্সের নব নির্বাচিত কমিটিকে হাইকমিশনারের অভিনন্দন


শেয়ার বোতাম এখানে

প্রবাস ডেস্ক:

বৃটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্সের নব নির্বাচিত প্রেসিডেন্ট সাঈদুর রহমান রেনু, ডাইরেক্টর জেনারেল আবুল হায়াত নুরুজ্জমান, ফাইন্যান্স ডাইরেক্টর আতাউর রহমান কুটি ও লন্ডন রিজিয়ানের প্রেসিডেন্ট মনির আহমদ সহ কার্যনির্বাহী কমিটির সকলকে অভিনন্দন জানিয়েছেন লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।

সোমবার (৪ জুলাই) এক প্রেরিত বার্তায় তিনি বলেন
ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিবিসিসিআই) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সকলকে তাদের অত্যন্ত যোগ্য নিয়োগের জন্য নির্বাচিত সকলকে আমার উষ্ণ অভিনন্দন জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বৃহত্তর বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ অন্বেষণের জন্য নতুন বিবিসিসিআই কমিটির সাথে কাজ করার জন্য উন্মুখ।

আমি এই সুযোগটি নিয়ে বিদায়ী বিবিসিসিআই সভাপতি বশির আহমেদ এবং তার টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই তাদের অসামান্য পরিসেবার জন্য দুই দেশের ব্যবসা এবং ব্যবসায়ী নেতাদের সংযোগ করার জন্য। আমি আত্মবিশ্বাসী যে নতুন নেতৃত্বও আগের মতো অনুসরণ করবে এবং উদ্ভাবনী ধারণা, কঠোর পরিশ্রম এবং নিষ্টার সাথে বিবিসিসিআইকে সাফল্যের নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবে। তাদের ভবিষ্যতের জন্য সব সময় শুভ কামনা।

এখানে, উল্লেখ্য ২৩ জুন ২০২২ আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাজ্যের বাংলাদেশী ব্যবসায়ীদের অন্যতম শীর্ষ সংগঠন বৃটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্সের (বিবিসিসিআই) দ্বি-বার্ষিক নির্বাচন । নির্বাচনে ২১ ভোট পেয়ে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন সাঈদুর রহমান রেনু । তাঁর প্রতিদ্বন্দ্বি প্রার্থী ড. মোঃ সানাওয়ার চৌধুরী পেয়েছেন ১১ ভোট । ডাইরেক্টর জেনারেল (ডিজি) পদে ১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন একাউন্টেন্ট আবুল হায়াত নুরুজ্জমান । তাঁর প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোসলেহ উদ্দিন আহমদ পেয়েছেন ১৪ ভোট । ফাইন্যান্স ডাইরেক্টর পদে সমসংখ্যক ভোট (১৬টি) পেয়ে নির্বাচিত হন যৌথভাবে হেলাল উদ্দিন খান ও আতাউর রহমান কুটি ।

তবে হেলাল উদ্দিন খান তাঁর প্রতিদ্বন্দ্বি আতাউর রহমান কুটির প্রতি সম্মান দেখিয়ে পদটি তাঁর জন্য ছেড়ে দেন । নির্বাচন কমিশন আতাউর রহমান কুটিকে আগামী দুই বছরের জন্য ফাইন্যান্স ডাইরেক্টর ঘোষণা করেন । আর লন্ডন রিজিয়নের প্রেসিডেন্ট পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জেএমজি এয়ার কার্গোর চেয়ারম্যান মনির আহমদ ।

২৩ জুন বৃহস্পতিবার দুপুরে বিবিসিসিআই অফিস মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ইমিগ্রেশন জাজ মোঃ বেলায়েত হোসেন ও ব্যারিস্টার খালেদ নূর ।

বিবিসিসিআই’র ৩৫ ডাইরেক্টরের মধ্যে ৩২ জন নির্বাচনে ভোট দেন। বিবিসিসিআই’র ১১ সদস্যের কার্যকরি কমিটিতে বিনাপ্রতদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যান্য নেতৃবৃন্দ হলেন- ভাইস প্রেসিডেন্ট এ. কে আজাদ, ভাইস প্রেসিডেন্ট জাহাঙ্গীর হক, ডেপুটি ডাইরেক্টর জেনারেল সলিসিটর দেওয়ান মাহদী, ডাইরেক্টর অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স গোলাম কিবরিয়া ওয়েস ও প্রেস এন্ড পাবলিসিটি ডাইরেক্টর মোস্তফা আহমদ লাকি। তবে মেম্বারশীপ ডাইরেক্টর ও ডাইরেক্টর অব কমিউনিটি অ্যাফেয়ার্স-এই দুই পদে কোনো প্রার্থী ছিলেন না।

সংগঠনের গঠণতন্ত্র অনুযায়ী নতুন কমিটির প্রথম সভায় দু’জন ডাইরেক্টরকে এই দুই পদে কো-অপ্ট করা হবে বলে জানা গেছে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin