সূর্য জ্বলে আকাশ নীলে বাতাস চলে আগুন মুখে
ঘাস পুড়িয়ে বন পুড়িয়ে জ্বলছে আগুন মাটির বুকে।
ভস্ম শস্য বিরান ভূমি- এই পৃথিবী অগ্নি চুলা
খাল শুকিয়ে বিল শুকিয়ে বন্ধ কত নদীর চলা!
পুড়ছে জীবন গলছে দেহ নাইকো দয়া নিভায় কেহ
অগ্নিখরায় জল ছিটিয়ে বৈশাখ এসে দেখায় স্নেহ।
সবুজ হাসি মাটির মুখে- সবুজ আকাশ তল
জল পেয়েছে মরা নদী বৈশাখ দমের কল।
নতুন কুড়ি সবুজ পাতা -গাছের শাখায় ফল
নানান রঙে নানান বেশে- ফুল পাখিদের দল।
বৃষ্টি নামে বিরান ভূমে স্নিগ্ধ বায়ুর তাপ
ডাকছে মেঘে ঝড়ের বেগে বিদায় অভিশাপ।