শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৬:৪৭ অপরাহ্ন


ব্রিটিশ প্রধানমন্ত্রীর পর পর স্বাস্থ্যমন্ত্রী করোনায় আক্রান্ত

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পর পর স্বাস্থ্যমন্ত্রী করোনায় আক্রান্ত


শেয়ার বোতাম এখানে

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন করোনায় আক্রান্ত হওয়ার পর পরই তার মন্ত্রিসভার আরেক সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক শুক্রবার এক টুইট বার্তায় তার করোনা পজিটিভ হওয়ার খবর জানিয়েছেন।

করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত হওয়ার পর তিনি স্বেচ্ছা আইসোলেশনে আছেন বলে জানিয়েছেন। তবে তার দেহে করোনার উপসর্গ তেমন গুরতর না।

তার এই ঘোষণার দুই ঘণ্টারও কম সময় আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও টুইটারে তার করোনা আক্রান্তের খবর নিশ্চিত করেন।

বরিসের আগে ব্রিটেনের হাইপ্রোফাইলড নেতাদের মধ্যে আক্রান্ত হয়েছেন ৭১ বছর বয়সী প্রিন্স চার্লস (সিংহাসনের পরবর্তী উত্তরসূরি)। তাকেও এখন আইসোলেশনে রাখা হয়েছে।

ম্যাট হ্যানকক লিখেছেন, ‌‌‘চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমি করোনাভাইরাস পরীক্ষা করাই। পরীক্ষায় ফলাফল পজিটিভ এসেছে। তবে সৌভাগ্যক্রমে আমার করোনা উপসর্গ গুরতর নয় এবং আমি স্বেচ্ছা আইসোলেশনে ঘর থেকেই আমার কাজ চালিয়ে যাব।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin