শুভ প্রতিদিন ডেস্ক:
ব্রিটিশ বাংলাদেশি ইয়াং টেলেন্টদের সাথে পররাষ্ট্রমন্ত্রীর একান্ত সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। রোববার সাক্ষাতকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি বলেন, প্রবাসী বাংলাদেশী নতুন প্রজন্মের ছেলে মেয়েদের ও ঈর্ষণীয় সাফল্য দেখে আমি অভিভূত । আমরা তোমাদের এরকম অর্জনে গর্বিত।
বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে আর তোমরাই পারো বাংলাদেশকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে, সুতরাং তোমরা যে যার অবস্থান থেকে বাংলাদেশকে সাহায্য করার জন্য এগিয়ে আসো,বর্তমান শেখ হাসিনার সরকার তোমাদের সব রকম সাহায্য সহযোগিতার জন্য দরজা খোলা রেখেছে।
পররাষ্ট্রমন্ত্রী ছাত্র-ছাত্রীদের কথা মন দিয়ে শোনেন এবং প্রত্যেকের প্রশ্নের উত্তর দেন এতে ছাত্রছাত্রীরা সন্তুষ্ট হয়।
উল্লেখ্য গতকাল যারা ইয়াং ট্যালেন্ট পরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেন তাদের বেশিরভাগই পৃথিবীর বিভিন্ন নামীদামী বিশ্ববিদ্যালয় অধ্যায়নরত এবং কেউ কেউ ইতিমধ্যে স্ব স্ব ক্ষেত্রে ব্রিটিশ মূল ধারার ব্যবসায় এবং পেশায় যুক্ত।