শুভ প্রতিদিন ডেস্ক:
সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, বালাগঞ্জে কুশিয়ারা নদীর উপর ও বড়বাঘা নদীর উপর সেতু নির্মাণ করা হবে। সেতু দুটি নির্মাণ কাজ প্রক্রিয়াধীন রয়েছে। সেতু দুটি নির্মাণ করা হলে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবী পূরণ করা হবে। সিলেট সুলতানপুর সড়কে নির্মাণ কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগিদ দেন। মুরার বাজার ও জালালপুর বাজার সহ গুরুত্বপূর্ণ বাজারগুলোতে সড়কের পাশ দিয়ে ড্রেন নির্মাণ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেত্রীতাধীন দেশব্যাপী উন্নয়নের অংশ হিসাবে আমার নির্বাচনী এলাকা সিলেট-৩, দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ এলাকায় ব্যাপক উন্নয়ন সাধিত হবে।
হাবিবুর রহমান হাবিব এম.পি শনিবার (১৮ সেপ্টেম্বর) সিলেট সুলতানপুর সড়কের উন্নয়ন কাজ পরিদর্শন ও বড় বাঘা নদীর উপর সেতু নির্মাণের স্থান পরিদর্শনকালে চকের বাজার, কলাবাগান, জালালপুর বাজার, মুরারবাজার, আজিজপুর বাজারসহ পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মুস্তাফিজুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী নূরে আলম সিদ্দিকি, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু জাহিদ, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মালিক রেনু, সাংগঠনিক সম্পাদক কামাল আহমদ, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমির হোসেন নুরু, সাধারণ সম্পাদক জুনেদ আহমদ মঞ্জুর, জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালিক, সাধারণ সম্পাদক ওয়েস আহমদ, সিলাম ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক নেছার আলী, সিলাম ইউ/পি চেয়ারম্যান ইকরাম হোসেন বকত, সাবেক প্যানেল চেয়ারম্যান মুজিবুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আব্দুল জলিল, আমির আলী, শাহ ওলিদুর রহমান, জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক জায়েদ আলী, সিলেট সিএনজি মালিক সমিতির সভাপতি হোসেন আহমদ, ময়নুল ইসলাম ছালেহ, আব্দুল্লাহ মিয়া, কামাল মেম্বার, কয়েস মেম্বার, তুহিন চৌধুরী, বদরুল ইসলাম তুহিন, মনসুর আহমদ প্রমুখ।