বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৫ পূর্বাহ্ন


বড়লেখায় ইয়াবাসহ যুবক গ্রেফতার

বড়লেখায় ইয়াবাসহ যুবক গ্রেফতার


শেয়ার বোতাম এখানে

বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় ১০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওই যুবকের নাম আবু বক্কর (২০)। সে পৌরসভার হাটবন্দ মহল্লার মুহিবুল ইসলামের ছেলে। শনিবার (০১ জুন) বিকেল সাড়ে চারটার দিকে পৌর শহরের গরুর হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশে শহরের গরুর হাট এলাকায় অভিযান চালিয়ে উপ পরিদর্শক (এসআই) কৃষ্ণ মোহন নাথ আবু বক্কর নামের এক যুবককে গ্রেফতার করেন। এসময় উপস্থিত লোকজনের সামনে দেহ তল্লাশী করে তার কাছে ১০ পিস ইয়াবা পাওয়া যায়। এগুলো বিক্রির জন্য ঘুরাফেরা করছিল।

বড়লেখা থানার উপ পরিদর্শক (এসআই) কৃষ্ণ মোহন নাথ ইয়াবাসহ যুবক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।’


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin