বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় আওয়ামী লীগ নেতা সুশীল চন্দ্র ঘোষে বাড়িতে ডাকাতি ও হত্যা মামলায় ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ১৯ আগস্ট সোমবার রাতে বড়লেখা পৌর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার নান্দুয়া গ্রামের মঈন উদ্দিনের পুত্র জামিল আহমেদ (৪০) এবং সায়পুর গ্রামের মাওলানা মখদ্দছ আলীর পুত্র অলিউর রহমান জুনেদ (৩৩)।
পুলিশ জানায়, গত ১৭ আগস্ট গভীর রাতে উপজেলার ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের সায়পুর গ্রামে আওয়ামী লীগ নেতা সুশিল চন্দ্র ঘোষের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতের গুলিতে আওয়ামী লীগ নেতা সুশীল চন্দ্র ঘোষ নিহত হন। এ ঘটনায় ১৯ আগস্ট নিহত সুশীল ঘোষের স্ত্রী প্রীতিলতা ঘোষ বাদী হয়ে ৬ জনের নামে বড়লেখা থানায় মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসিনুল হক বলেন, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের দু’জনকে তিন দিন করে রিমান্ডের আবেদন করা হয়েছে। অন্যান্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।