প্রতিদিন ডেস্ক :
ভারতে আগামীকাল সোমবার থেকে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সম্প্রচার শুরু হচ্ছে। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এই সম্প্রচার কার্যক্রমের উদ্বোধন করবেন। সরকারি এক তথ্য বিবরণীতে আজ রোববার একথা জানানো হয়েছে।
সরকারি ওই তথ্য বিরবণীতে বলা হয়েছে, ভারতের রাষ্ট্রীয় টেলিভিশন দুরদর্শনের ডিটিএইচ প্ল্যাটফর্ম-ডি ডি ফ্রি ডিশ’র মাধ্যমে বিটিভির এই সম্প্রচার চলবে।
এ উপলক্ষে আগামীকাল বিকেল ৩টায় রাজধানীর রামপুরায় বিটিভি মিলনায়তনে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এ ছাড়া তথ্যসচিব আবদুল মালেক অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।