আন্তর্জাতিক ডেস্ক:
পাঞ্জাবে ভারত ও পাকিস্তানের সীমান্তে বিএসএফ এর গুলিতে ৫ অনুপ্রবেশকারী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে।
বিএসএফ সূত্রে জানা যায়, ভোর পৌনে ৫টার দিকে তারণ তরণ জেলার খেমকরনে ভারত-পাক সীমান্ত দিয়ে পাঁচ জন অনুপ্রবেশকারী ভারতে ঢোকার চেষ্টা করছিল। এ সময় বিএসএফের টহলদারি দল অনুপ্রবেশকারীদের দেখতে পায়।
বিএসএফ আরো জানিয়েছে, টহলরত দলটিকে দেখামাত্রই তাদের লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাতে শুরু করে অনুপ্রবেশকারীরা। এসময় দু’পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়। গুলি বিনিময় শেষে বিএসএফের গুলিতে পাঁচ অনুপ্রবেশকারীর লাশ শনাক্ত করা হয়।