সিলেট শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতালে একজনকে কোয়ারেন্টাইন রাখা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এই যুবককে ভর্তি করা হয়।
স্বাস্থ্য স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। ৩৫ বছরের এই যুবক শুক্রবার বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।
তার বাড়ি সিলেটে। আজ শনিবার ভোরে এসে পৌঁছান এলাকায়। এরপর তাকে শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
জানা গেছে, এই যুবকের শরীরে করোনার লক্ষণ নেই। তবু পরিস্থিতি খারাপ হেতু অধিক সচেতনতায় তাকে বাসার কয়ারেন্টাইনে না রেখে সোজা হাসপাতালের ভর্তি করা হয়েছে।