বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে ‘কলিজা কাটিয়া বুকের’ শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩) ফেব্রুয়ারি সন্ধ্যায় সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরের বিশ্বনাথ নতুন বাজার খোরশেদ আলী শপিং কমপ্লেক্সে এই গানের শুভ মহরত অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে কেককাটা ও গানের আড্ডার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ দুলাল আহমদ, উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক একেএম তুহেম, ব্রিটিশ ই্সল সেন্টারের পরিচালক বাপ্পী চৌধুরী, রাজ সংগীতালয়ের পরিচালক আনোয়ার আলী রাজ, রিদম মিউজিক স্টুডিও’র সংগীত পরিচালক মুহিন চিশতী। এসময় উপজেলার এক ঝাঁক তরুণের উপস্থিতিতে মিলনমেলায় পরিনত হয় অনুষ্ঠানস্থল।
বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে ‘কলিজা কাটিয়া বুকের’ গানটিতে কন্ঠ দেন সিলেটের বিশ্বনাথের তরুণ সংগীত শিল্পি তৌসিফ ইমন। গানটি লিখেছেন আরেক তরুণ লেখক নবীন ফয়জুল। সুর করেছেন গীটারিষ্ট সাজন আহমেদ, গানটির সংগীতায়োজনে ছিলেন এন এইচ সিয়ান। গানটি আরএম স্টুডিও ওয়ান ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়।https://youtu.be/Am9GL0-zOyY
বিশ্বনাথের এই তরুণদের আয়োজনে আরও বেশ কয়েকটি শ্রিগ্রই প্রকাশিত হচ্ছে বলে জানিয়েছেন রিদম মিউজিক স্টুডিও’র সংগীত পরিচালক মুহিন চিশতী। তিনি বলেন, বিশ্বনাথের সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। বিজ্ঞপ্তি