শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৩:১৯ পূর্বাহ্ন


মধ্যনগরে ৫ জুয়ারী আটক

মধ্যনগরে ৫ জুয়ারী আটক


শেয়ার বোতাম এখানে

ধর্মপাশা প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগরে একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে ৫ জুয়ারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার চামরদানী ইউনিয়নের বলারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি ঘরে চলমান জুয়ার আসরে অভিযান চালিয়ে মধ্যনগর থানা-পুলিশ তাদেরকে আটক করে।

আটককৃত জুয়ারীরা হলেন, মধ্যনগর সদর ইউনিয়নের গলইখালী গ্রামের মৃত সুরেশ সরকারের সুজাত সরকার (৫০), একই গ্রামের মৃত সুধীর সরকারের ছেলে সঞ্জয় সরকার (৪০), বলারামপুর গ্রামের মৃত আহাম্মদ আলীর ছেলে শাহেদ মিয়া(৩০), একই ইউনিয়নের টেপিরকোনা গ্রামের মৃত আব্দুল ওহেদ আলীর ছেলে ফৌজদার মিয়া(৫০) ও পার্শ্ববর্তী পাইকুরাটি ইউনিয়নের মাসকান্দা গ্রামের সুনীল সরকারের ছেলে শমীরন সরকার(৪০)।

মধ্যনগর থানার অফিসার ইনচার্য ( ওসি) মো, জাহিদুল হক জানান, উপজেলার বলারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি ঘরে কয়েকজন জুয়ারী মিলিতভাবে বেশ কয়েকদিন ধরে গোপনে জুয়ার আসর চালিয়ে আসছিল।

এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ওই ৫ জুয়ারিকে আটক করতে সক্ষম হয়। এসময় সেখান থেকে জুয়া খেলার সরঞ্জামাদিসহ নগদ ৬ হাজার ৩৭০ টাকা উদ্ধার করা হয়। পরে তাদের নামে থানায় একটি নিয়মিত মামলা দায়েরের পর শুক্রবার সকালে তাদেরকে আদালতের নির্দেশে জেল- হাজতে পাঠানো হয়েছে । এলাকায় জুয়া এবং মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin