সুব্রত দেব, মাধবপুর:
হবিগঞ্জের মাধবপুর উপজেলা কমপ্লেক্সের পিছনে গত কয়েক বছরে গড়ে উঠেছে একটি আবাসিক এলাকা। ওই এলাকায় রয়েছে বড় বড় ভবন, থাকছে কয়েক হাজার মানুষ। কিন্তু চলাচলের নেই কোন রাস্তাঘাট। সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন লোকজন। আর নিরাপত্তা জন্য উপজেলা প্রশাসন সিমানা প্রাচী নির্মান করায় লাশ নিয়েও বের হতে কষ্ট হয় ওই এলাকার লোকজনদের। প্রথম শ্রেণীর পৌরসভা হলেও নাগরিক সেবা থেকে বঞ্চিত লোকজন। প্রতিকার চেয়ে হবিগঞ্জ জেলা প্রশাসকের নিকট একটি আবেদন করেছেন স্থানীয় বাসিন্দারা।
মাধবপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের উপজেলা কমপ্লেক্সে ও পৌর ভবনের ঠিক পিছনে ১০ গজ দূরে গত কয়েক বছরে গড়ে উঠেছে একটি আবাসিক এলাকা। এখানে রয়েছে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী (এমপি) সহ সুশীল সমাজের ৪০/৫০ টি পরিবার বসবাস করেন। উপজেলা প্রশাসনের রাস্তা দিয়ে ওই এলাকার লোকজন আগে অবাধে চলাচল করতে পারলেও ২০২০ সালের সেপ্টেম্বর মাসে উপজেলা পরিষদ সীমানা প্রাচীর নির্মান করলে রাখা হয় একটি পকেট গেইট। এই পকেট দিয়ে চলাচল করতে পারে না কোন গাড়ি। বিকল্প একটি রাস্তা করা হলেও সেটাও সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি , এ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারে না।
শিক্ষার্থী আতিক হাসান সামি জানান, আমাদের এখানে বৃষ্টি হলে রাস্তায় পানি জমে যায়। চলাফেরা করতে সমস্যা হয়। চলাফেরা করতে হলে পানির উপর দিয়ে ইট বা কাঠ দিয়ে চলাফেরা করতে হয়। কোন ঘরে যদি আগুন লাগে ফায়ার সার্ভিস বা কোন টিম আসতে হলে সমস্যা হয়। সামি নামে এক শিক্ষার্থী জানান,এখানে ময়লা আর্বজার কারনে দূগন্ধ, মশা ,মাছি। তারপর রাস্তাঘাট চলাফেরা করতে খুব অসুবিধা হয়। এখানে ফায়ার সার্ভিস ও এ্যাম্বুলেন্স ডুকার কোন ওয়ে নাই।
ওই এলাকার বাসিন্দা কুলসুম বেগম জানান, ৪/৫ দিন আগে টিএনও (উপজেলা নিবার্হী অফিসার) আসছিল সরজমিনে দেখবার জন্য। এরপর মেয়র আসছে। মেয়র কে কওয়ার পর কইছে ২৫ বছর এক মেয়র কইরা গেছে । আরেক মেয়র ১০ বছর কইরা গেছে হেরা কি করছে। এখন আমি কি ভাবে সমাধান করুম। আমার বাজেট নাই। মাটি দিয়ে ভইরা লাও ( মাটি দিয়ে ভরে ফেল) । ভাত পাইনা খাইতাম মাটি দিয়ে ভরুম কইতেকি।
ওই এলাকার বাসিন্দা আমিনুল ইসলাম টিটু জানান,আমরা হচ্ছি উপজেলা পিছনের সাইটে আমাদের বাসা। আগে আমরা সব দিকে যাইতে পারছি এখন এমন অবস্তা হইছে কিছুদিন আগে একজন মহিলা মারা গেছেন। উনার লাশ নিয়ে যে আমরা বের হব এমন কোন রাস্তা নাই। মানুষ যেমন ভাসমান অবস্থায় লাশ ভাসিয়ে দেয় এই ভাবে আমরা ৪/৫ জন পানি দিয়ে কাপড় তুলে লাশ নিয়ে বের হয়েছি। কোন ভাবে লাশ নিয়ে যাওয়া যায় না। জায়গায় জায়গায় এটার প্রতিকার চেয়েও প্রতিকার পাই নাই। এখানে যত বড় বড় বিল্ডিং আছে তারা সবাই টেক্স দিচ্ছে। টেক্স দেওয়ার পরও যদি আগুন লাগে অনেক গুলো লোক মারা যাবে । এত সুন্দর পৌরসভা থাকার পরও আমাদের রাস্তাঘাটের কোন সুবিধা নাই।
ওই এলাকার বাসিন্দা রাশেদ আহামেদ চৌধুরী পরাগ জানান, আমরা পৌরসভার সর্বোচ্চ টেক্স দেই পৌরসভার ভিতরে। এই এলাকার মানুষের সর্বোচ্চ টেক্স ধার্জ করা হয়েছে পৌরসভা থেকে। কিন্তু কোন ড্রেনেজ ব্যবস্থা নাই । মনে হইতেছে আমরা কোন ডোবার মধ্যে বসবাস করতেছি। দেখা গেছে এক সপ্তাহ আগেও পৌরসভার লোকজন টেক্সের কাগজ নিয়ে ঘুরতেছে। নূ্ন্যতম একটু লজ্জা থাকা দরকার এই এলাকায় কি ভাবে টেক্সের কাগজ নিয়ে তারা আসে। আমরা তো এমনিতেই চিপার মধ্যে আছি।
পৌর সচিব আমিনুল ইসলাম জানান, মাধবপুর পৌর সভার সংলগ্ন উপজেলা পরিষদের বাউন্ডারি ঘেষে যে আবাসিক এলাকা টা সৃষ্টি হয়েছে। এখানে অনেক হাই রাইজ বিল্ডিং সৃষ্টি হয়েছে। কিন্তু বিল্ডিংয়ের পাশেই পানি জমাট হয়েছে। এই সমস্যা থাকবে না। মাধবপুর পৌর সভা এমজিএসপি প্রকল্পের আওতাধিন প্রকল্পে রাস্তাঘাট, ড্রেন সহ বিভিন্ন প্রকল্প দেওয়া আছে আগামী সেপ্টেম্বর / অক্টোবর আমাদের প্রজেক্টের কাজ শুরু হওয়ার সম্ভবনা রয়েছে। আর প্রজেক্টের কার্যক্রম শুরু হলেই এই সমস্যা গুলো দূরিভুত হবে। এতদিন পর্যন্ত ধর্যধারন করার জন্য এই এলাকার মানুষদের অনুরোধ করছি।
মাধবপুর পৌর সভার মেয়র হাবিবুর রহমান মানিক জানান, এই সমস্যা দূর করতে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। কোন নাগরিক কষ্ট করুন এটি আমাদের কাম্য নয়। দ্রুত সময়ে সমস্যা সমাধানের জন্য উপজেলা নিবার্হী কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে।
মাধবপুর উপজেলা নিবার্হী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন জানান, রাস্তা নির্মানের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। উপজেলা প্রকৌশলীর দপ্তর ও পৌরসভা সমন্বিতভাবে প্রাক্কলন প্রস্তত করেবেন।মাটি ভরাটের মাধ্যমে নিচু জায়গা উঁচু করার জন্য পৌরসভাকে অনুরোধ করা হয়েছে।