বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০৮:৫৭ পূর্বাহ্ন


মানুষের অধিকার আদায়ের সংগ্রাম করেছেন বঙ্গবন্ধু : হাবিব

মানুষের অধিকার আদায়ের সংগ্রাম করেছেন বঙ্গবন্ধু : হাবিব


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নে আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক এম এ মালেকের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. দিলু মিয়ার পরিচালনায় বুধবার (১১ আগস্ট) অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের আসন্ন উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য হাবিবুর রহমান হাবিব।

প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রহমান হাবিব বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবনের অধিকাংশ সময় কারাগারে কাটিয়েছেন, অথচ তিনি একটিবারও তাঁর ব্যক্তিগত কারণে কারাগারে যাননি। প্রত্যেকবারই তিনি দেশ ও দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রাম করতে গিয়ে কারাবরণ করেছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুস্তাকুর রহমান মফুর, সাধারণ সম্পাদক ও বোয়ালজোড় ইউনিয়নের চেয়ারম্যান আনহার মিয়া, সাংগঠনিক সম্পাদক লোকন মিয়া, বালাগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান শামস উদ্দিন সামছ, ময়নুল ইসলাম সালেহ, মশিউর রহমান এহিয়া, আব্দুল জলিল, পশ্চিম গৌরীপুর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুনেদ আহমদ মঞ্জু, জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়েছ আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ নেতা তোয়াজিদুল হক তুহিন, সিলেট জেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জায়েদ আলী, বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক আহমদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল আহমদসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin