মানুষগ্রন্থের চেয়ে বড়ো কিছু নেই
এ গ্রন্থ পাঠের কালে হারাবেই খেই
এর ভাষা বদলায়
খোলস বদলে যায়
পুনর্মুদ্রণের ধারা এর আদিতেই।
০২.
মানুষগ্রন্থের পাঠ জানে না সকলে
ভিতর বাহির গড়া আসলে নকলে
কারোর মলাট কুশ্রী
কারোর ভিতর সুশ্রী
থাকে না মানুষগ্রন্থ কারোর দখলে।