সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৬:২৩ অপরাহ্ন


মানুষ দুর্বোধ্য গ্রন্থ: ফায়সাল আইয়ূব

মানুষ দুর্বোধ্য গ্রন্থ: ফায়সাল আইয়ূব


শেয়ার বোতাম এখানে

 

মানুষগ্রন্থের চেয়ে বড়ো কিছু নেই
এ গ্রন্থ পাঠের কালে হারাবেই খেই
এর ভাষা বদলায়
খোলস বদলে যায়
পুনর্মুদ্রণের ধারা এর আদিতেই।

০২.
মানুষগ্রন্থের পাঠ জানে না সকলে
ভিতর বাহির গড়া আসলে নকলে
কারোর মলাট কুশ্রী
কারোর ভিতর সুশ্রী
থাকে না মানুষগ্রন্থ কারোর দখলে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin