বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৩ পূর্বাহ্ন


মাসুম মোহাম্মাদ এর একগুচ্ছ কবিতা

মাসুম মোহাম্মাদ এর একগুচ্ছ কবিতা


শেয়ার বোতাম এখানে

নালায়েক মাছ

মাছেদের সমুদ্রে নেমে এসেছে কালো শয়তান
মানুষেরা বেঁচে থাকতে চায় তাদের উপর।
সব শূন্যতা পুড়িয়ে ফেলে যদি
একদম দাঁড়িয়ে যেতাম
তবে হয়তো আর কোন কলঙ্ক থাকতো না
বেঁচে যেতো বাজেয়াপ্ত আঙুল।
হঠাৎ চিৎকার করে ওঠা পাহাড়
অসংখ্য চোখ থেকে বেরিয়ে আসা ভ্রম
এখনো লাফিয়ে বেরিয়ে যেতে চাইছে
তোমার মধ্যস্থান।

অমিয়ের মৃত্যু

যে সমুদ্রের গন্ধে মানুষ বেঁচে থাকতে চাইত
সে সমুদ্রের মগজে আজ পোকায় ঘর করেছে!
ময়ূরপঙ্খীর ঘর উজাড় হয়ে গেলো
আঙুলের হাতাশা বেড়ে গেলো
ভোরের ঠোঁট ফেটে
বসন্তের রঙ বদলে
গল্পের ছল পুড়ে গেলো!
কোথায় বেঁচে ফিরবেন?
আছে কি কোন পিঁপড়ে অভ্যাস?
যে অভ্যাস ধরে হেঁটে যাবেন
অসংখ্য লাল সোয়েটারের দেশ।

জুলেখার ক্ষুধা

জুলেখা ডাকছে
জুলেখার হাত দুটো লম্বা হয়ে আসছে
আমায় টেনে নিতে চাইছে তার গোপন পালঙ্ক!
আমি জুলেখার আজকের খদ্দের
বেঁচে থাকতে গিয়ে জুলেখা আমায় চাইছে
জুলেখার ক্ষুধা শরীরের নয়
জুলেখার ক্ষুধা পেটের।

‘চক্রবৃদ্ধিহারে আজকের পৃথিবী

দুটো নতুন পিঁপড়ের অভ্যাস
চারটে নতুন পিঁপড়ে ছিঁড়ে খেলো
চারটে পিঁপড়ের অভ্যাস
আটটি পিঁপড়ে নিলো
আটটি পিঁপড়ের অভ্যাস
ষোলোটি পিঁপড়ে পেলো
ষোলোটি থেকে বত্রিশটি
বত্রিশটি থেকে চৌষট্টিটি
চক্রবৃদ্ধিহারে পুরো পৃথিবীর অভ্যাস
আজকে এই সময় এসে পৌছাল।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin