’ভণ্ডামির একাংশে
মূলত সব ভণ্ডামি
যা বাহিরে উদ্ভাবন
তরল তরল
সরল সরল
মূলত সব গুণ্ডামি।
মায়াবী চোখ গুলো
যা বলে প্রতিদিন
যা দেখায় আমাদের
মূলত সব ভ্রম
সব কিছু সময়
ক্ষয় করে দেবার প্রতারণা।
তবুও যদি বাঁচতে চাও
বাঁচতে পারো
ছুঁয়ে দেখাতে চাও
দেখাতে পারো
ওখানে আমার কিচ্ছু যায় আসে না
আমি তো ওখানকার লোক নই
আমি মূলত নির্বাসিত এক পাখি
মুক্তির পথে।