বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০৫:২৭ পূর্বাহ্ন


মায়ের লাশ গোসলের আগেই ছেলের মৃত্যু!

মায়ের লাশ গোসলের আগেই ছেলের মৃত্যু!


শেয়ার বোতাম এখানে

স্টাফ রিপোর্ট: বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়নের অন্তরগত মজলিশপুর গ্রামে মায়ের লাশ গোসলের ব্যবস্থা করতে গিয়ে বৈদ্যুতিক শকে ছেলে মৃত্যু হয়েছে। ইন্নালিল্লাহি ওইন্না ইলাইহি রাজিউন।

১২ জুলাই বিকেল ৩টায় মজলিশপুর গ্রামের পূর্বপাড় এলাকার মোঃ আব্দুল হান্নান মিয়ার স্ত্রী, ছামিনা বেগম (৫০) মারা যান। তিনি দীর্ঘদিন যাবত মরণব্যধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। এলাকাবাসী সুত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬ টায় (ছেলে মাসুম মিয়া ১৫) মায়ের লাশ ধোয়ার কাজ করার জন্য কারেন্টের প্লাগ দিয়ে বৈদতিক বাতির জালানোর ব্যবস্থা করতে গিয়ে কারেন্টের শক খেয়ে মাটিতে পড়ে যায়।

পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে বানিয়াচং উপজেলা সদর স্ব্যাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন।

৮ ভাই-বোনের মধ্যে ৬নাম্বার (মাছুম মিয়া) সে বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।
একই পরিবারের মা ও ছেলের মৃত্যুতে তাদের পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin