প্রতিদিন ডেস্ক:
রাজধানীর মিরপুর-৭ নম্বর সেকশনের রূপনগর থানাধীন চলন্তিকা মোড় এলাকায় একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট। আজ শুক্রবার সন্ধ্যা ৭টা ২২ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন আমাদের সময় অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুনের খবর পেয়ে মিরপুর ফায়ার সার্ভিসের ১০ টি ইউনিট ঘটনাস্থলে গেছে। অন্যান্য ফায়ার সার্ভিসের আরও পাঁচটি ইউনিটও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রথামিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এরশাদ বলেন, আপাতভিত্তিতে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমানও জানা যায়নি।
গত বুধবার রাতে পুরান ঢাকার পোস্তায় একটি পলিথিনের গোডাউনে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।