সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৫:০৪ অপরাহ্ন


মেঘনার স্রোতে প্রাণ গেল দুই স্কুল ছাত্রের

মেঘনার স্রোতে প্রাণ গেল দুই স্কুল ছাত্রের


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক: গোসল করতে নেমে মেঘনার উত্তাল স্রোতে তলিয়ে প্রাণ হারালো ইয়াসিন (৮) ও বিন ইয়ামিন(৭) নামের দুই স্কুল ছাত্র।রোববার (১২ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার হাড়িয়া গোবিন্দি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের মেঘনা নদীর হাড়িয়া গোবিন্দি এলাকায় দুপুরে গোসল করতে নামে ইয়াসিন। এসময় স্রোতে তলিয়ে যেতে থাকলে বন্ধুকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে বিন ইয়ামিন। প্রচন্ড স্রোতে সেও পানিতে তলিয়ে যায়। পরে খবর পেয়ে আশেপাশের লোকজন দুই স্কুল ছাত্রের মৃতদেহ উদ্ধার করে।

ইয়াসিন উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের হাড়িয়া গোবিন্দি গ্রামের কামাল হোসেনের ছেলে। সে স্থানীয় হাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। বিন ইয়ামিন একই এলাকার সালাউদ্দিনের ছেলে। সে মুনলাইট কিন্ডার গার্টেনের প্রথম শ্রেনির ছাত্র।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin