নিজস্ব প্রতিবেদক :
সিলেট শহরতলীর মেজরটিলা বাজারে অটোরিকশা স্ট্যান্ডের এক চালকের সাথে স্থানীয় এক যুবকের কথা কাটাকাটির জের ধরে হামলার ঘটনা ঘটেছে। এসময় হামলাকারীরা ৪টি সিএনজি অটোরিকশা ভাংচুর করে। একপর্যায়ে স্ট্যান্ডের মেম্বার আব্দুল হক তাদেরকে বাঁধা দিলে সন্ত্রাসীরা তাকেও এলোপাতাড়ি মারধর করে তাদের গাড়ীতে তুলে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় এঘটনা ঘটে।
জানা গেছে, শনিবার মেজরটিলা বাজারে এক চালকের সাথে স্থানীয় এক যুবকের কথা কাটাকাটির হয়। এরই জের ধরে দুইটি সিএনজি অটোরিকশা যোগে ৮/১০ জন যুবক দেশী অস্ত্র নিয়ে স্ট্যান্ডে এসে অতর্কিত হামলা চালায়।
এদিকে সন্ত্রাসীদের হামলা, গাড়ী ভাংচুরের প্রতিবাদে ও স্ট্যান্ডের মেম্বারকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবীতে শ্রমিকরা সিলেট-জাফলং সড়কটি অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। প্রায় ঘন্টা ব্যাপী অবরোধের পর প্রশাসন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে এবং জড়িতদের বিচারের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।