শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০১:৪০ পূর্বাহ্ন


মেজরটিলা থেকে ইয়াবাসহ যুবক গ্রেফতার

মেজরটিলা থেকে ইয়াবাসহ যুবক গ্রেফতার


শেয়ার বোতাম এখানে

প্রতিদিন ডেস্ক :
শহরতলীর খাদিমপাড়া ইউনিয়নের মেজরটিলা থেকে ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গত সোমবার রাত দেড়টার দিকে শাহপরাণ (রহঃ) থানার মেজরটিলাস্থ লাহাম রেস্টুরেন্টের সামন থেকে ওই যুবকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। এসময় একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃত যুবক সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার পাটলী গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে সামাদ (৩৭)।

এসআই/মো.এনায়েত উল্লাহ, শাহপরাণ (রহঃ) থানায় বাদী হয়ে সামাদ (৩৭) বিরুদ্ধে এজাহার দাখিল করেন। শাহপরাণ (রহঃ) থানার মামলা নং-১৮ তাং-২৬/০৮/১৯খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) টেবিল এর ১০(ক)/৩৮ রুজু হয়। গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়।

উল্লেখ্য, উক্ত আসামীর বিরুদ্ধে জগন্নাথপুর থানায় ৪টি ও দক্ষিণ সুনামগঞ্জ থানায় ১টি মামলা রয়েছে।

S//NM24


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin