ক্যাম্পাস প্রতিবেদক:
প্রতি বছরের ন্যায় এ বছরও সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি ইংরেজি বিভাগের উদ্যোগে বার্ষিক বনভোজন বনভোজন অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল ২৯ ফেব্রুয়ারি শনিবার । ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা পিকনিকের উদ্দেশ্যে পানিউমদা দেওয়ান বাড়ি,নবীগঞ্জে’ সকাল ৮ টায় আলহামরা থেকে যাত্রা শুরু করবে। ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অংশগ্রহণকারী সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ৮ টার মধ্যে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। বনভোজন সফল ও স্বার্থক করার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা । প্রায় ২৫০ জন শিক্ষার্থী এবং ডিপার্টমেন্টের প্রায় সকল শিক্ষকরা উপস্থিত থাকবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।