শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৩:১২ পূর্বাহ্ন


মেয়াদোত্তীর্ণ ইতালি আওয়ামী লীগ, নেতাকর্মীদের হুঁশিয়ারি

মেয়াদোত্তীর্ণ ইতালি আওয়ামী লীগ, নেতাকর্মীদের হুঁশিয়ারি


শেয়ার বোতাম এখানে

প্রতিদিন ডেস্ক:
মেয়াদোত্তীর্ণ ইতালি আওয়ামী লীগের সম্মেলন আগামী অক্টোবরের মধ্যে দেয়ার ব্যাপারে চরম হুঁশিয়ারি দিয়েছেন দেশটির আওয়ামী লীগের নেতাকর্মীরা। সম্মেলন কীভাবে আদায় করে নিতে হয় তা জানা আছে বলে মন্তব্য করেন তারা।

বক্তারা বলেন, ইতালি আওয়ামী লীগ তিন বছরের কমিটি প্রায় আট বছর চলছে। সম্মেলন দিতে এখনও গড়িমসি। মেয়াদোত্তীর্ণ কমিটির আর নয় আগামীতে সকল ধরনের অনুষ্ঠান, আলাদা ব্যানারে করা হবে বলে জানানো হয়। আমরা নেতৃত্ব চাই না তবে দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা চাই।

সম্প্রতি ইতালির নাপলি মহানগর আওয়ামী লীগের আয়োজনে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর ফরাজী। প্রধান বক্তা ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু।

নাপলি মহানগর আওয়ামী লীগের সভাপতি এস্কান্দার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ রাজীব এবং প্রচার সম্পাদক এনামুল হক বাদলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সর্দার লুৎফর রহমান, জামান মোক্তার, নাপলি আওয়ামী লীগের সভাপতি নাদিম বেপারী, রোম মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি স্বপন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী সুইট, নাপলি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ফেরদৌস উকিল, ফারুক মাতুব্বর, যুব ও ক্রীয়া সম্পাদক তুষার হাওলাদার, কাসানন্দ্রিনো আওয়ামী লীগের সভাপতি শেখ আকবর।

এ সময় বক্তব্য দেন, নাপলি মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হাবিব খান, আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আলী সান্টু, ফয়সাল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক টিএম এনামুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক ফেরদৌস হাওলাদার, দফতর সম্পাদক রবিউল শরীফ (রাজিব), ক্রীড়া সম্পাদক রেজাউল মাতুব্বর, ধর্ম বিষয়ক সম্পাদক মোতালেব আহসান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দুলাল আকন্দ, শিক্ষা বিষয়ক সম্পাদক বাবু প্রমুখ।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin