শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৩:২১ পূর্বাহ্ন


মেয়র আরিফকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মেয়র আরিফকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি


শেয়ার বোতাম এখানে

প্রতিদিন ডেস্ক:

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীকে অজ্ঞাত দুটি মোবাইল নাম্বার থেকে কল দিয়ে প্রাণনাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে মেয়র আরিফের জীবনের নিরাপত্তা চেয়ে সিলেট কোতোয়ালী থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছেন সিসিকের জনসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব।

জিডিতে শিহাব উল্লেখ করেন, আজ শনিবার সকাল ১০টা ৫ মিনিটে ০১৭১২১৩২৫৯৮ ও ০১৯২১৮৭৪৬৮১ দুটি নম্বর থেকে পরপর কল করে মেয়র আরিফকে অশ্রাব্য ভাষায় গালাগালি ও প্রাণনাশের হুমকি দেয়। এতে তিনি মেয়রের দৈনন্দিন কাজে ব্যাঘাত সৃষ্টি ও ভবিষ্যত নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছেন।

এ অবস্থায় শাহাব উদ্দিন শিহাব মোবাইল মোবাইল নাম্বার দুটি ট্রেকিং করে বিহিত ব্যাবস্থা করতে প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin