শুভ প্রতিদিন ডেস্ক:
মোগলাবাজার রাহমানীয়া নূরীয়া সমাজ কল্যাণ সংস্হা সরিষপুর এর পক্ষ থেকে পবিত্র মাহে রমজান ও করোনা ভাইরাসন জনিত দুর্যোগময় সময়ে কর্মহীন দুস্থ অসহায় ২০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
রাহমানীয়া নূরীয়া সমাজ কল্যাণ সংস্হা সরিষপুর এর আয়োজনে আজ রবিবার (১০ মে) বারইগ্রাম ফুরক্বানিয়া ইসলামিয়া মাদ্রাসার মাঠে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের সরিষপুর, বারই গ্রাম, সতীঘর, মুক্তিরচক, রায়বান, রিফাতপুর, নাজিরেরচক গ্রামের কর্মহীন, দুস্থ ও অসহায়দের মধ্যে বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে সংস্তার প্রতিষ্টাতা সভাপতি মাওলানা ফখরুল ইসলাম এর সভাপতিত্বে ও মাওলানা শিহাব উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বারইগ্রাম ফুরক্বানিয়া ইসলামিয়া মাদ্রসার মুহতামিম শায়েখ মাওলানা নুরুল ইসলাম, মোগলাবাজার ইউনিয়ন পরিষদ ৩নং ওয়ার্ডের মেম্বার মো. আইয়ুব হোসেন।
অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক মেম্বার নজরুল ইসলাম পংকি,মাওলানা শরিফ আহমদ সুলতান,মাওলানা আনোয়ার আলী,মাওলানা আব্বাস আলী,মাওলানা শহীদুল ইসলাম,মাওলানা মুনাইম আহমদ,মাওলানা সামছুল ইসলাম, প্রমুখ।
স্বার্বিক অর্থায়ন করেন যুক্তরাষ্ট্র প্রবাসীবৃন্দ,অনুষ্টানে কর্মহীন দরিদ্র মানুষের মধ্যে পিঁয়াজ, তৈল, সেমাই, ময়দা, চিনি, খেজুর ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠান বক্তারা বলেন আর্থ মানবতার কল্যাণে নিসার্থে যুক্তরাষ্ট্র প্রবাসীবৃন্দ ও রাহমানীয়া নূরীয়া সমাজ কল্যাণ সংস্হা নেত্রীবৃন্দ কাজ করে যাচ্ছে। তারা বিদেশে থেকে ও সব সময় দেশের গরিব ও দুস্ত মানুষের কথা চিন্তা ভাবনা করেন, দরিদ্র মানুষদেরকে সাহায্যে সহযোগিতার মাধ্যমে সেবা কারাই তাদের মুল লক্ষ উদেশ্য, যে কোন দুর্যোগময় সময় তারা দেশের গরিব মানুষের পাশে দাড়ান।
তারই ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজান এবং মহামারী করোনা ভাইরাস জনিত দুর্যোগময় সময়ে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। এটা মহতি ও প্রসংশনীয় উদ্দ্যেগ। বক্তারা এ ধরনে মানব সেবামুলক সকল কার্যক্ষম অব্যাহত রাখার আহবান জানান।