সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৫:১৫ অপরাহ্ন


মোহামেডানের লোকমান ফের রিমান্ডে

মোহামেডানের লোকমান ফের রিমান্ডে


শেয়ার বোতাম এখানে

প্রতিদিন ডেস্ক:
চার বোতল বিদেশি মদের মামলায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়ার ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

দুই দফা চার দিনের রিমান্ডের পর আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম শাহিনুর ইসলাম এ রিমান্ডের আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার এসআই (নিরস্ত্র) মুহাম্মদ কামরুল ইসলাম এ আসামিকে আদালতে হাজির করে ফের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, আসামিকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই আসামির নিয়ন্ত্রাণাধীন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্যাসিনোতে অবৈধভাবে ব্যাপক পরিমাণ বিদেশি মদ, হুইস্কি আসামির নির্দেশমতে বিভিন্নভাবে সরবরাহ করে বিক্রি করা হতো। জিজ্ঞাসাবাদে সে ঘটনা সংক্রান্তে কিছু তথ্য প্রদান করেছেন, যা যাচাই-বাছাই চলছে। এ ছাড়া আসামি মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্যাসিনো সংক্রান্ত কিছু অস্পষ্ট তথ্য প্রদান করেছেন। তাই আসামিকে পুনরায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা গেলে তার পরিচালিত ক্যাসিনোর সঙ্গে জড়িত অন্য প্রকৃত অপরাধীদের নাম-ঠিকানা সংগ্রহ ও গ্রেপ্তার করা সম্ভব হবে।

এদিন রিমান্ড আবেদনের পক্ষে রাষ্ট্রপক্ষে সহকারী পাবিলিক প্রসিকিউটর আজাদ রহমান শুনানি করেন।

অন্যদিকে আসামিপক্ষে অ্যাডভোকেট মকবুল হোসেন ফকির, ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার ঈসমাইল রিমান্ড বাতিলপূর্বক জামিন প্রার্থনায় বলেন, চার বোতল মদের মামলায় আইন অনুযায়ী এ মামলার সাজা ৬ মাস থেকে ৩ বছর পর্যন্ত কারাদণ্ড, যা জামিনযোগ্য। তাই এ ধরনের মামলায় রিমান্ড আবেদনই অযৌক্তিক। সেখানে মামলায় এর আগে দুই দফা রিমান্ডে দিয়েছেন আদালত। তাই রিমান্ড আবেদন নামঞ্জুর করে আসামিকে জামিন প্রাদান করা হোক।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর এবং ৩০ সেপ্টেম্বর এ আসামির আদালত ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৬ সেপ্টেম্বর লোকমান হোসেন ভূঁইয়াকে তার মণিপুরীপাড়ার বাসা থেকে গ্রেপ্তার করে র‌্যাব-২। ওই সময় তার বাসা থেকে ৪ বোতল বিদেশি মদ জব্দ হয়।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর র‌্যাবের অভিযানে মতিঝিলের ঐতিহ্যবাহী ওই ক্লাবে দুটা রুলেট টেবিল, নয়টি বোর্ড, বিপুল পরিমাণ কার্ড, ১১টি ওয়্যারলেস সেট ও ১০টি বিভিন্ন ধরনের চাকু জব্দ হয়। ক্লাবটিতে ক্যাসিনোর সন্ধান পাওয়ার পরই তাকে আটক করা হয়। এর মধ্যে তদন্তে লোকমান হোসেন ক্যাসিনো থেকে আয়ের ৪১ কোটি টাকা অস্টেলিয়া টাকা পাচার করেছেন বলে জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin