শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৬:৪৪ অপরাহ্ন


মৌলভীবাজারে আজ নারী পুলিশ ব‍্যারাক উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

মৌলভীবাজারে আজ নারী পুলিশ ব‍্যারাক উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী


শেয়ার বোতাম এখানে

নিউজ ডেস্ক:
মৌলভীবাজারে আজ নারী পুলিশ ব‍্যারাক উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। (বৃহস্পতিবার) মৌলভীবাজার শহরের গোমড়া এলাকায় পুলিশ লাইন্সে নারী পুলিশ ব‍্যারাক এর উদ্বোধন হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এমপি দুপুরে এর উদ্বোধন করবেন।

জেলা পুলিশের আয়োজনে ও মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে মত বিনিময় সভায় ও যোগ দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই অনুষ্ঠানে স্বাগত বক্তব‍্য রাখবেন, ডিআইজি সিলেট রেঞ্জ মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব‍্য রাখবেন, মৌলভীবাজার সদর আসনের সংসদ সদস‍্য নেছার আহমদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস‍্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব মিছবাহুর রহমান।

উদ্বোধন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ লাইন্সকে সুসজ্জিত করা হয়েছে। ভবনটির ব‍্যায়সহ বিস্তারিত বিবরণ মত বিনিময় সভায় উপস্থাপন করা হবে বলে জানা গেছে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin