শুভ প্রতিদিন ডেস্ক:
করোনার সংক্রমণ রোধে গণপরিবহনে ৫০ শতাংশ যাত্রী বহন করার নির্দেশনা দিয়েছে সরকার। তবে মাঠপর্যায়ে অনেকেই এই নির্দেশনা মানছে না। এমন বাস্তবতায় সরকারি নির্দেশনা নিশ্চিতে অভিযান চালিয়েছে মৌলভীবাজার জেলা প্রশাসন।
শুক্রবার (২ এপ্রিল) দুপুরে পরিচালিত সেই অভিযানে ৪টি মামলায় মোট ২ হাজার ৩০০ টাকা জরিমানা প্রদান করে তা আদায় করা হয়।
সেই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার। জনস্বার্থ রক্ষায় স্বাস্থ্যবিধি নিশ্চিতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।