শ্রীমঙ্গল প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে করোনা মোকাবেলায় মৌলভীবাজার পৌরসভার ৯ ওয়ার্ডে ১ হাজার দুঃস্থ পরিবারের মাঝে ত্রান বিতরন করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) দিনব্যাপী রমজান উপলক্ষে মৌলভীবাজার পৌরসভার ৯টি ওয়ার্ডে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান এর পক্ষে পৌর বিএনপির সাধারন সম্পাদক মনোয়ার আহমদে রহমান ১হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী উপহার হিসেবে বিতরণ করেছেন।
এছাড়া পৌরবাসীর স্বাস্থ্য নিরাপত্তায় সমাজিক দূরত্বতার অংশ হিসেবে প্রতিটি ওয়ার্ড কমিটি ঘরে ঘরে খাদ্য সামগ্রি ও স্বাস্থ্য উপকরণ পৌঁছে দেয়া হয়েছে ।