সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৪ পূর্বাহ্ন


মৌলভীবাজার প্রেসক্লাব নির্বাচনে সভাপতি সালাম, সম্পাদক পান্না

মৌলভীবাজার প্রেসক্লাব নির্বাচনে সভাপতি সালাম, সম্পাদক পান্না


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক:

মৌলভীবাজার প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে (২০২২-২৪) সভাপতি পদে এম এ সালাম এবং সাধারণ সম্পাদক পদে পান্না দত্ত নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।অন্যান্য পদে বিজয়ীরা হলেন- সহ সভাপতি অশোক কুমার দাশ, নূরুল ইসলাম শেফুল, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম মেহেদী হাসান রুমী, মাহবুবুর রহমান রাহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক সালাহ উদ্দিন ইবনে শিহাব, কোষাধ্যক্ষ শাহ অলিদুর রহমান, দপ্তর সম্পাদক আফরোজ আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রব।

কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন- নূরুল ইসলাম, মামুনূর রশীদ মহসিন, সালেহ এলাহী কুটি, শেখ সিরাজুল ইসলাম সিরাজ ও পার্থ সারথী পাল।দুপুর আড়াইটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ৪৩ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট রমা দাশ গুপ্ত।নির্বাচন কমিশনার ছিলেন সৈয়দ আব্দুল মোতালিব রঞ্জু ও অবসরপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা মুহিবুর রহমান।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin