বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫০ পূর্বাহ্ন


যাবজ্জীবন এড়াতে ২১ বছর আত্মগোপনে, অবশেষে ধরা পড়লেন বড়লেখার শিপন

যাবজ্জীবন এড়াতে ২১ বছর আত্মগোপনে, অবশেষে ধরা পড়লেন বড়লেখার শিপন


শেয়ার বোতাম এখানে

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী শিপন আহমদ ওরফে ছয়েফ উদ্দিনকে গ্রেপ্তার করেছে বড়লেখা পুলিশ।

গত শনিবার রাতে ঢাকার আশুলিয়া এলাকা থেকে এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) সহায়তায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

শিপন উপজেলার মুদৎপুর গ্রামের মৃত আকদ্দছ আলীর ছেলে। যাবজ্জীবন সাজা এড়াতে শিপন ২১ বছর পর পালিয়ে ছিলেন। রোববার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ২০০২ সালে উপজেলার মুদৎপুর গ্রামের বেলাল আহমদ হত্যা মামলায় আদালত শিপন আহমদ ওরফে ছয়েফ উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায়ের পর থেকে শিপন আহমদ ওরফে ছয়েফ উদ্দিন পলাতক ছিলেন। শনিবার (১৬ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার এএসআই আবু তালেবের নেতৃত্বে এএসআই আব্দুর রহিমসহ পুলিশের একটি দল ঢাকার আশুলিয়া এলাকায় এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) সহায়তায় অভিযান চালিয়ে শিপন আহমদ ওরফে ছয়েফ উদ্দিন গ্রেপ্তার করেন।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান সোমবার বিকেলে বলেন, ‘একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রোববার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin