মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৮:২৬ অপরাহ্ন


যুক্তরাজ্যে একুশের প্রথম প্রহরে শিশু-কিশোরদের জন্য বিশেষ ব্যবস্থা

যুক্তরাজ্যে একুশের প্রথম প্রহরে শিশু-কিশোরদের জন্য বিশেষ ব্যবস্থা


শেয়ার বোতাম এখানে

প্রবাস ডেস্ক:

বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের শহীদ
ভবনে যুক্তরাজ্য কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার বিকেল ৫টায় এ সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির তালিকাভুক্ত সংগঠনের প্রতিনিধিগন এ সভায় উপস্থিত ছিলেন।

শহীদ মিনার কমিটির সাধারন সম্পাদক নূরুল ইসলামের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন
মোহাম্মদ মুজিবুর রহমান, মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, আনসার আহম্মেদ উল্লাহ্, বিধান
গোস্বামী, আলতাফুর রহমান মুজাহিদ, নাজমুল ইসলাম নূরু, মোহাম্মদ তাজুল ইসলাম,
জামাল খান প্রমুখ।

সভায় কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির তালিকাভুক্ত ৫৪টি সংগঠনের প্রতিনিধিদের একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের প্রবেশপত্র সংগ্রহের জন্য সাধারন সম্পাদকের সংগে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। তাছাড়া একুশের প্রথম প্রহরে শিশু-কিশোরদের শ্রদ্ধা নিবেদনের জন্যও বিশেষ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

যুক্তরাজ্য কেন্দ্রীয় শহীদ মিনার কমিটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও একুশের প্রথম প্রহরের অনুষ্ঠানকে সুশৃংখল ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য যুক্তরাজ্যস্থ সকল সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের কাছে সহযোগিতা কামনা করেছেন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin