শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৬:২২ অপরাহ্ন


যুক্তরাজ্য আ.লীগ নেতাকে অ্যাড. মুজিবুর রহমানকে সিলেট বিমানবন্দরে বিশ্বনাথবাসীর সংবর্ধনা

যুক্তরাজ্য আ.লীগ নেতাকে অ্যাড. মুজিবুর রহমানকে সিলেট বিমানবন্দরে বিশ্বনাথবাসীর সংবর্ধনা


শেয়ার বোতাম এখানে

বিশ্বনাথ প্রতিনিধি:: আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে সিলেট-০২ আসনে নৌকা প্রতীকের প্রচারণায় অংশ নিতে ও সিলেট জেলা বারের ডিনার পার্টিতে যোগ দিতে সংক্ষিপ্ত সফরে দেশে এসেছেন যুক্তরাজ্যস্থ লন্ডন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক, সাবেক এপিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি সিলেট আসলে বিমান বন্দরের ভিআইপি গেইটে তাকে সংবর্ধনা দেন উপজেলা আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের শতাধিক নেতৃবৃন্দ।

এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি বলেন, অ্যাডভোকেট মুজিবুর রহমান আওয়ামী লীগের দূর্দিনে রাজপথে অনেক জুলুম সহ্য করেছেন। এখনো তিনি আওয়ামী লীগের এক নিবোদিত প্রাণ।

অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, খাজাঞ্চি ইউনিয়ন চেয়ারম্যান আরশ আলী গণি, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, উপজেলা আওয়ামী লীগ নেতা ডা. শাহনুর হোসাইন, শেখ শহিদুল হক, লামাকাজী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এনামুল ইসলাম এনাম, লন্ডন আওয়ামী লীগ নেতা আলম হোসেন, খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুন নুর মেম্বার, লামাকাজি যুবলীগের সভাপতি আব্দুন নুর মেম্বার, সেচ্ছাসেবক লীগ নেতা শাহ সিদ্দিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোবারক হোসেন।

সংবর্ধিত অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মুজিবুর রহমান বলেন, দীর্ঘ ১০ বছর ধরে উন্নয়ন বঞ্চিত সিলেট-২ আসনের উন্নয়নের জন্য সরকারের বাস্তবায়িত উন্নয়ন কর্মকান্ডগুলো জনসম্মুখে তুলে ধরে প্রত্যেক ঘরে ঘরে গিয়ে প্রত্যেক ব্যক্তির কাছে নৌকায় ভোট চাইতে হবে। তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি শফিক চৌধুরীকে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা’কে এ আসন উপহার দিতে হবে। এজন্য আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin