বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১২:২৩ পূর্বাহ্ন


যুক্তরাষ্ট্র জয় করা সাহাব আহমেদের রাজনীতিতে হাতেখড়িটা যেন রূপকথার গল্প

যুক্তরাষ্ট্র জয় করা সাহাব আহমেদের রাজনীতিতে হাতেখড়িটা যেন রূপকথার গল্প


শেয়ার বোতাম এখানে

* প্রথম বাংলাদেশী বংশদ্ভূত কাউন্সিলর ও অ্যামাজন পার্টনার
* হ্যামট্রামেক সিটির ডেপুটি মেয়রের দায়িত্ব পালন
*২০০৭ সালে মেয়র প্রো-টেম এর দায়িত্ব পালন

ফয়ছল আহমদ মুন্না, যুক্তরাষ্ট্র
বাংলাদেশী অভিবাসী হয়ে যুক্তরাষ্ট্র জয় করা সিলেটের সন্তান সাহাব আহমেদ (সুমিন)। তরুণ হয়েও যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নাম লেখানোর ইতিবৃত্তটা অনেকটা রূপকথার গল্পের মতো। দীর্ঘদিন লড়তে হয়েছে অন্যায় ও অধিকার আদায়ে। বাংলাদেশী বংশদ্ভুত হয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতির ইতিহাসে বাঙালিদের জন্য সুনিপুণভাবে স্বর্ণাক্ষরে লিখে রেখেছেন তাঁর নামটি।

১৯৮৬ সালে পরিবারের সঙ্গে আমেরিকায় আসেন সাহাব আহমেদ (সুমিন)। ১৯৯৬ সাল থেকে তিনি রাজনৈতিক, রাষ্ট্রীয় ও সামাজিক কর্মকান্ডে যুক্ত রেখেছেন সব সময়। ধীরে ধীরে নিজের কর্মজীবন গড়ে তোলার পাশাপাশি নিজেকে রাজনীতিতে জড়িয়ে হয়ে উঠেছেন এক আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব। জয় করেছেন যুক্তরাষ্ট্র। ১৯৯৮ সালে সাহাব আহমেদ হ্যামট্রামেক সিটির ডেপুটি মেয়রের দায়িত্ব পালন করেন। তিনি যুক্তরাষ্ট্রের প্রথম বাংলাদেশী বংশদ্ভূত কাউন্সিলর ও অ্যামাজন পার্টনার। সাহাব আহমেদ (সুমিন) আমেরিকার প্রথম বাংলাদেশি যিনি ২০০৩ সালে সিটি কাউন্সিলম্যান হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েন। ২০০৩ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত হ্যামট্রামেক সিটির কাউন্সিলম্যান হিসেবে কাজ করেন। ২০০৭ সালে মেয়র প্রো-টেম এর দায়িত্ব পালন করেন শাহাব আহমদ। বর্তমানে তিনি রাজনীতি থেকে সরে দাড়ালেও বিভিন্ন ভাবে মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন।

বহু জাতিগোষ্ঠীর অভিবাসনের রাজ্য মিশিগানে বাংলাদেশিরা একের পর এক সাফল্যের পরিচয় দিয়ে যাচ্ছেন তিনি। এ পর্যন্ত আসতে তাকে বারবার বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে লড়তে হয়েছে। বাংলাদেশী ও এ্যারাবিয়ান এই দুই কমিউনিটিকে নিয়ে তাদের অধিকার আদায়ে লড়াই করেছেন। অনেক আন্দোলনের ফসল পেয়েছে এই দুই কমিউিনিটির অভিবাসীরা। প্রথম আযানের অনুমতি পাওয়াসহ অনেক দাবী আদায় হয়েছে তারই নেতৃত্বে।

১৯৯৯ সালে হ্যামট্রামেক শহরের সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে বাঙালি আমেরিকান ও আরব আমেরিকানদের নাগরিক ও ভোটাধিকার সংরক্ষণে তাঁর অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচার বিভাগীয় তদন্ত হয়। যার ফলশ্রুতিতে আজকের হ্যামট্রামেকের অধিবাসীরা আরও সুরক্ষিত নাগরিক অধিকার ভোগ করছে।

দৈনিক শুভ প্রতিদিনের সাথে একান্ত স্বাক্ষাতকারে তাঁর সাফল্যের গল্প বলতে গিয়ে বলেন, এখন তো হ্যামট্রামেক শহর বাংলাদেশের মতো হয়ে গেছে। আগে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। বিশেষ করে মুসলিম হওয়ার কারনে সহ্য করতে হয়েছে অনেক বৈষম্য আর লাঞ্চনার। আমি প্রথম রেস্টুরেন্ট দিয়ে শুরু করেছিলাম। মাত্র তিন মাসের মাথায় আমাকে ডাকা হলো চেম্বার অব কমার্সে। সেখানে যুক্ত হওয়ার পর আমি চেম্বার অব কমার্সের ডাইরেক্টর হিসেবে দায়িত্ব পালন করি। এরপর থেকে বিভিন্ন কমিউনিটির বিভিন্ন অনুষ্ঠানে যুক্ত হতে থাকি। তারপর রোটারি ক্লাবে আমাকে আমন্ত্রণ জানানো হলো । রোটারী ক্লাবে যুক্ত হয়ে ১৯৯৬ এ এই ক্লাবের সেক্রেটারীও হলাম। এরপর থেকেই আমার রাজনীতির উথ্ান। বিভিন্ন ইস্যুতে নিয়ে কথা বলা, আন্দোলন করা। এভাবেই রাজনীতির শুরু।

তিনি বলেন, এখাকার সময়ে বাংলাদেশী অনেকেই কাউন্সিল ম্যান বা মেয়র হচ্ছেন। এখন যতটা সহজ আগে তা ব্যতিক্রম ছিল। আগে অল্প কমিউনিটি নিয়ে কাজ করতে হতো। বাঙালি বা অ্যারাবিয়ানরা ভোট দিতে পারতো না। পাসপোর্ট ছুড়ে ফেলা হতো। বিশেষ করে মুসলিম বলে তারা অবজ্ঞা করতো। আহমেদ নাম দেখলেই তারা ক্ষেপে যেত। এ নিয়ে অনেক আন্দোলন করতে হয়েছে আমাদের। এখান যত দিন যাচ্ছে এখন কমিউনিটির সংখ্যা বাড়ছে। সব কিছুর পরিবর্তন হয়েছে।

ডেপুটি মেয়র হিসাবে দায়িত্ব বিষয়ে তিনি বলেন, ২০০৫ সালের আগে সিটি মেয়র একটি ভিন্ন সিটি সনদের অধীনে পরিচালিত হতো, যেখানে প্রতিদিনের কার্যক্রম সহ সমগ্র নগর প্রশাসন নির্বাহী অফিস দ্বারা পরিচালিত হতো। নগরীর পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রধানসহ বিভিন্ন দপ্তরের সব পরিচালককে ডিপুটি মেয়র নিয়োগ করতেন। মেয়রের কার্যালয়ের পুরো প্রশাসনের দায়িত্ব ডিপুটি মেয়রের ওপর অর্পিত ছিল যা বর্তমানে সিটি ম্যানেজার দ্বারা করা হয়। এককথায় তৎকালীন ডেপুটি মেয়রের দায়িত্ব ছিল বর্তমান মেয়র এবং সিটি ম্যানেজারের দায়িত্বের সমন্বয়। একজন ডেপুটি মেয়রের দায়িত্ব বিশাল, যেমন: বিভিন্ন বিভাগের দৈনন্দিন কাজকর্ম সুষ্ঠুভাবে চলছে কি না সেটা নজর রাখতে হয়।নাগরিকদের সাথে যোগাযোগ রাখতে হয়, তাদের অভিযোগ গ্রহন করতে হয়। মেয়রের কার্যালয় থেকে সমস্ত চিঠিপত্র যথাসময়ে সম্পন্ন হয়েছে কি না তা নিশ্চিত করতে হয়। যেমন মেয়রের ভেটো এবং বিভিন্ন সিটি কাউন্সিলের রেজোলিউশনের অনুমোদন এবং এগুলি অবিলম্বে সিটি ক্লার্কের অফিসে গিয়েছে কি না খেয়াল রাখতে হয়।

দৈনিক ও সাপ্তাহিক বিভাগীয় প্রধানদের সভা সংগঠিত ও পরিচালনা করতে হয়। কোষাধ্যক্ষ, সিটি ক্লার্ক ইত্যাদি বিভিন্ন নির্বাচিত অফিসের মধ্যে যোগাযোগ বজায় রাখতে হয়। বিভিন্ন বিভাগীয় প্রধান নিয়োগ এবং বিভিন্ন কমিশনে নাগরিকদের নিয়োগে ডিপুটি মেয়রকে সহায়তা করতে হয়। নিশ্চিত করতে হয় যে রাজ্য এবং ফেডারেল সরকারের কাছ থেকে শহরে আসা সমস্ত চিঠিপত্র সঠিকভাবে যতœ নেওয়া হচ্ছে কি না ইত্যাদি।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin