প্রবাসেও বাড়ছে বাংলাদেশীদের মৃত্যুর সংখ্যা এ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে মারা গেছেন ৯৭ জন। এ নিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ কয়েক দেশে করোনায় ১৫৪ বাংলাদেশীর মৃত্যু হয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার (৮ এপ্রিল) নিউইয়র্কে বাংলাদেশি কৃষিবিদ শাহানা আহমেদ তালুকদার আঁখি (৪৫), এডভোকেট সরোয়ার হোসেন (৭১), নিউজার্সির প্যাটারসনে সিলেটের বদরুল আলম (৪৩), সুনামগঞ্জের মইনুল হক জুয়েল (৪৫), সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বরের শামীম আহমেদ (৪১), ভোলার সাবেক কমিশনার আবুল কাশেম কাজল (৫৪) ইন্তেকাল করেছেন। একইদিন সিলেটের বিয়ানীবাজারের একজনের মৃত্যু হয়।
৯ এপ্রিল বৃহস্পতিবার মারা গেছেন ব্রঙ্কসে একটি হাসপাতালের সংক্রমণ বিষয়ক বিশেষজ্ঞ-চিকিৎসক ড. রেজা শাহ চৌধুরী (৫৭)। একইদিন ব্রঙ্কসের নর্থ সেন্ট্রাল হাসপাতালে মারা গেছেন ড. মোহাম্মদ ইফতেখার (৫৫) নামক আরেক বাংলাদেশি।
এ নিয়ে ৯ এপ্রিল পর্যন্ত ৯৭ বাংলাদেশী মৃত্যুর কোলে ঢলে পড়লেন মিশিগান, নিউজার্সি এবং নিউইয়র্ক স্টেটে। তবে আতঙ্কের মধ্যেও সুখবর হল- আমেরিকায় সিলেটের কমিউনিটি লিডার সাহাবউদ্দিন করোনাকে পরাস্থ করে ১৪ দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। জর্জিয়া রাজ্য সিনেটর (ডেমক্র্যাট) শেখ রহমান ১৪দিন কোয়ারেন্টাইনে থেকে সুস্থ হয়ে কাজকর্ম শুরু করেছেন।
এদিকে যুক্তরাজ্যে মারা গেছেন ৪২ জন বাংলাদেশি। এদের বেশিরভাগই সিলেটি। ইটালিতে এ পর্যন্ত ৪ বাংলাদেশীর মৃত্যুর খবর পাওয়া গেছে। স্পেনে ১ জন, কাতারে ১জন, সৌদি আরবে ৫ জনসহ আরো তিনটি দেশে ৪ বাংলাদেশি মারা গেছেন।