প্রতিদিন ডেস্ক:
রাজধানীর মতিঝিল ফকিরাপুল এলাকায় ‘ইয়াং ম্যান্স ক্লাব’র ক্যাসিনোতে (জুয়ার আসর) র্যাবের অভিযান চলছে। এই ক্যাসিনোর মালিক মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূইয়া। অভিযানে র্যাবের সদস্যরা তার পুরো বাসা ঘিরে রেখেছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল সারোয়ার বিন কাশেম আমাদের সময়কে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রাজধানীর মতিঝিলের কয়েকটি ক্যাসিনোতে র্যাবের অভিযান চলছে। এর প্রেক্ষাপটে খালেদ ভূইয়ার বাসা ঘিরে রাখা হয়েছে।’
সারোয়ার বিন কাশেম আরও বলেন, ‘খালেদকে জিজ্ঞাসবাদের জন্য আটক করা হয়েছে।’