শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৯ পূর্বাহ্ন


যে কারণে আন্তর্জাতিক অ্যাওয়ার্ড গ্রহণ করল আমরিয়া আলিম মাদ্রাসা

যে কারণে আন্তর্জাতিক অ্যাওয়ার্ড গ্রহণ করল আমরিয়া আলিম মাদ্রাসা


শেয়ার বোতাম এখানে

স্টাফ রিপোর্ট: যুগের সঙ্গে তাল মিলিয়ে  শিক্ষক শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে,সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার স্বনামধন্য আলোকিত বিদ্যাপীঠ আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা ব্রিটিশ কাউন্সিল ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড পেয়েছে। ৬ই নভেম্বর অনুষ্ঠিতব্য রাজধানীর রেডিসন ব্লুওয়াটার গার্ডেন হোটেলে ব্রিটিশ কাউন্সিল কর্তৃক ইন্টারন্যাশনাল এওয়ার্ড গ্রহণ করেন আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবুনছর মোঃ ইব্রাহীম ও মাদ্রাসার শিক্ষক মিছবাহ উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এসময় পুরস্কার গ্রহণকালে অন্যান্যর মাঝে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক অধ্যাপক আহমেদ সাজ্জাদ রশিদ, বাংলাদেশে নিযুক্ত ডেপুটি ব্রিটিশ হাইকমিশনার কানবার হুসেন বর, ব্রিটিশ কাউন্সিলের রিজিওনাল ডিরেক্টর (দক্ষিণ এশিয়া) অ্যাড্রিয়ান চ্যাডউইক, ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর টম মিশসা, ডিরেক্টর (এডুকেশন) ডেভিড মেনার্ড এবং হেড অব স্কুলস মোশাররফ তানসেন। আন্তর্জাতিক অ্যাওয়ার্ড পেয়ে মাদ্রাসার অধ্যক্ষ আবুনছর মোঃ ইব্রাহীম বলেন, আধুনিক মানোন্নয়ন এর লক্ষ্যে আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা যুগোপযোগী একটি শিক্ষা প্রতিষ্ঠান। তিনি বলেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে প্রতিযোগিতায় টিকে থাকতে আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক যুগোপযোগী শিক্ষার দিকে ধাবিত হচ্ছে। বিজ্ঞান বিভাগের শিক্ষা ছাড়াও ল্যাব স্থাপন, আইসিটি সুবিধা, বিতর্ক প্রতিযোগিতাসহ নিয়মিত সাংস্কৃতিক ও খেলাধুলার চর্চা করা হচ্ছে এসব মাদ্রাসায়। এমনকি সৃজনশীল কর্মে সাধারণ শিক্ষার শিক্ষার্থীদের চেয়ে অনেকক্ষত্রে মাদ্রাসা শিক্ষার্থীরা এগিয়ে রয়েছে। অনেকক্ষেত্রে বর্তমান প্রজন্মের সাধারণ শিক্ষার্থীরা নৈতিক ও মূল্যবোধ বিবর্জিত হয়ে সমাজে মারাত্মক বিশৃঙ্খলা সৃষ্টি করছে। সেখানে আধুনিক মাদ্রাসা শিক্ষার্থীরা সমাজের মডেল হতে পারে। এরকম স্বীকৃতি পেয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা আনন্দিত । ভবিষ্যতে এর লক্ষ্যমাত্রা ধরে রাখতে সচেষ্ট থাকবে বলে উল্লেখ করেন মাদ্রাসার শিক্ষকরা। উল্লেখ্য দেশজুড়ে মোট ১৪৮ টি শিক্ষা প্রতিষ্ঠান ২০১৮-২০২১ শিক্ষাবর্ষে অসামান্য পারফরম্যান্সের জন্য ব্রিটিশ কাউন্সিলের কানেক্টিং ক্লাসরুম প্রোগ্রামের আওতায় আন্তর্জাতিক স্কুল পুরষ্কার (আইএসএ) পেয়েছিল।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin