[perfectpullquote align=”full” bordertop=”false” cite=”” link=”” color=”lightgray” class=”” size=””]শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে মণ্ডপে মণ্ডপে চলছে শেষ সময়ের প্রস্তুতি। রঙ তুলির আঁচড়, সাজ সজ্জা ও প্যান্ডেল নির্মাণের কাজ চলছে জোরেশোরেই। দুর্গতিনাশিনী দেবী দুর্গার আগমনে সারা বছরই সৃষ্টিকুল শান্তিতে থাকবে এমটাই প্রার্থনা সনাতন ধর্মাবলম্বীদের। [/perfectpullquote]
আলোয় আলোয় ভরা প্রকৃতির অবারিত সৌন্দর্যের মাঝেই অপেক্ষা এখন ঢাকের বাদ্যের। মাতৃরূপিনী, শক্তিরূপীনি দেবীদুর্গাকে বরণ করতে প্রস্তুতি চলছে তাই সাড়ম্বরে। রং তুলির আঁচড়ে জীবন্ত হয়ে উঠছেন জগজ্জননী। হাতে সময় কম তাই নানা ব্যস্ততায় প্রতিমা কারিগররা। সবারই প্রত্যাশা নির্দিষ্ট সময়ের আগেই শেষ হবে কাজ। নগরীর প্রধান পূজা মণ্ডপগুলো নানা সাজে বর্ণিল। নির্দিষ্ট থিমে রাজসিক আয়োজনের জন্য প্রস্তুত হচ্ছে প্যান্ডেলগুলো। বড় বড় মণ্ডপ থেকে পাড়ার পূজা, সব জায়গায় দেবীবরণের তোড়জোড়। উৎসবকে ঘিরে দেবীর সাজ সজ্জার দোকানগুলোতেও এখন ভিড়। আগামী ৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে দুর্গা পূজা। ফলে এখন সিলেটের মণ্ডগুলোতে চলছে শেষ মূহূর্তের প্রস্তুতি। আর প্রতিমা শিল্পীরা ব্যস্ত মূর্তি তৈরির কাজে। এবার সিলেটে ৬০৮টি মণ্ডপে দুর্গা পূজার আয়োজন করা হয়েছে। এরমধ্যে সার্বজনীন ৫৫৪ টি পারিবারিক ৫৪টি টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। এরমধ্যে সিলেট নগরীতে সার্বজনীন মণ্ডপ ৫১টি ও পারিবারিক মণ্ডপ ১৫ টি। নগরীর মণ্ডপগুলো ঘুরে দেখা যায়, চলছে মণ্ডপ তৈরির কাজ। বাহারি একেকটি মণ্ডপ তৈরি করছেন আয়োজকরা। মণ্ডপের সাজসাজ্জ্বায় বিরামহীন পরিশ্রম করছেন কর্মীরা। দম ফেলবার ফুসরত নেই প্রতিমা শিল্পীদেরও। সিলেটের দাড়িয়া পাড়া এলাকায় প্রতিমা তৈরি করেন বেশ ক’জন শিল্পী। ওই এলাকায় গিয়ে দেখা যায়, প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কারিগররা। ছোট বড় নানা আকারের প্রতিমা তৈরি হচ্ছে সেখানে। একদিকে চলছে প্রতিমায় মাটির প্রলেপ দেয়ার কাজ অপর দিকে শিল্পির তুলির আচরে রঙ্গিন হয়ে উঠছে প্রতিমাগুলো। দাড়িয়া পাড়ার প্রতিমা তৈরির প্রতিষ্ঠান ‘বল্লভ নারায়ন মৃৎ শিল্পালয়ের’ সত্ত্বাধিকারী নন্দলাল পাল ও দুলাল পাল দুই সহোদয়। তারা জানান, চার পুরুষ ধরে পূজার প্রতিমা করে আসছেন তারা। তাদের তৈরি প্রতিমা সিলেট বিভাগের নানা জায়গায় যায়। এবার তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকার বিক্রি হচ্ছে তাদের তৈরি প্রতিমা। নন্দলাল আর দুলাল বলেন, আয়োজকদের বাজেট অনুযায়ী প্রতিমা তৈরি করে থাকি আমরা। প্রতিমার মধ্যে আছে দুর্গা, লক্ষী, সরস্বতী, কার্তিক, গণেশ, অসুর, মহিষ, সিংহের মৃন্ময় মূর্তি। এখানকার প্রতিমা শিল্পী মনিদাশ। এ কাজের সাথে জড়িত নয় বছর বয়স হতে। বর্তমানে তার বয়স ষাট। তারই তৈরি প্রতিমাই শোভা পাচ্ছে বল্লব পাল মৃৎ শিল্পালয়ে। মনিলাল জানান, প্রতিমা তৈরিতে ব্যাবহার করেন এঁটেল মাটি, বাঁশ, কাঠ, খড়, কাঠ ওবাঁশের কঞ্চি সুতলি। তার তৈরি প্রতিমা সিলেটের জকিগঞ্জ, ঢাকা দখহিন, কুলাউরা পুজা মন্ডপে ক্রেতারা নিয়ে থাকেন। এবারের দুর্গাপূজা উপলক্ষে চৈত্র মাস হতে কাজ করছেন। তৈরি করেছেন পঁয়তাল্লিশ মূর্তি। বেশিভাগই ইতিমধ্যে নিয়ে গেছেন পূজার আয়োজকরা। পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত বলেন, এবার সিলেট জেলা ও মহানগর ৬০৮ টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। এখন মণ্ডপগুলোতে চলছৈ শেষ মূহূর্তের প্রস্তুতি। পূজা কমিটির নেতারা জানান, আগামী ৪ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শারদীয় দুর্গোৎসবের সূচনা হবে। দেবীদুর্গা এ বছর ঘোড়ায় চড়ে আসবেন, যাবেনও ঘোড়ায়। ৪ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা চলবে। এর আগে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভায় সিলেট মহানগর পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া বলেন, সিলেটে পূজা মন্ডপগুলয় দূর্গাপূজা উপলক্ষে পোষাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোষাকে পুলিশের নজরদারি বৃদ্ধি করা হবে। এছাড়া স্বেচ্ছাসেবক বাহিনীর ব্যবস্থা, সিসিটিভি স্থাপন করাসহ প্রতিটি মন্ডপে আগুন নিয়ন্ত্রক সিলিন্ডার রাখাসহ নানা নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হবে