বিশ্বনাথ প্রতিনিধি: সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রনালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান বলেছেন, যেকোন এলাকার উন্নয়নে আমি আন্তরিকভাবে কাজ করার চেষ্ঠা করে থাকি। মানব কল্যাণে কাজ করতে পারলে নিজেকে ধন্য মনে করি।
রাগীব-রাবেয়া দন্ডপানিপুর প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে সংসদ সদস্য মোকাব্বির খান বলেন, বিদ্যালয় সরকারিকরণসহ অবকাটামোগত উন্নয়ন করার চেষ্ঠা আছে, থাকবে। বিদ্যালয়ের উন্নয়নে সার্বিক সহযোগিতা করব ইনশাআল্লাহ। তিনি মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় মাঠে রাগীব-রাবেয়া দন্ডপানিপুর প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছয়ফুল হকের সভাপতিত্বে ও সংগঠক আরকুম আলী, বিদ্যালয়ের সহকারি শিক্ষক নাঈম উদ্দিন সুহেলের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের সচিব ইঞ্জিনিয়ার লুৎফুর রহমান, কুরুয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আকতার আলী, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, সাংবাদিক তজম্মুল আলী রাজু, ইউপি সদস্য তানবীর হোসেন, নাজিম উদ্দিন রাহিন, সামিম আহমদ, শিক্ষানুরাগী ফজলুর রহমান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন রাগীব-রাবেয়া দন্ডপানিপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা ফয়জুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন রাগীব-রাবেয়া দন্ডপানিপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুমা বেগম, সুনিয়া আক্তার, জুলেখা তারিন, দন্ডপানিপুর গ্রামের মুরব্বী রফিক আলী, জমির আলী, তৈমুছ আলী, শওকত আলী, গৌছ আলী, আলী হোসেন, আরশ আলী, ইছমত মিয়া, ছায়েদ মিয়া, আব্দুল খালিক, তেরাব আলী, মুক্তার আলী, আব্দুল আজিজ, বৈদ্যকাপন গ্রামের আব্দুন নূর, মুরব্বী ইলিয়াস আলী, আয়না মিয়া, নূর আলী মেম্বার, সংগঠক ফারুক মিয়া, ফয়জুল ইসলাম, আশিক আলী, শামীম মিয়া, দিলোয়ার হোসেন, আফিজ আলী, সালিক মিয়া, লুৎফুর রহমান, শুকুর আলী, নজরুল ইসলাম, জুয়েল মিয়া, তুরণ মিয়া, সয়দুর রহমান, সাইফুর রহমান, রাগীব আলী, মৌরশ আলী, ওয়েজ আলী, তাতিকোনা গ্রামের নেছার আহমদ, সংগঠক রাজা মিয়া, সংগঠক ফয়ছল আহমদ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন শেখ হাবিব উল্লাহ দাখিল মাদ্রাসার শিক্ষক ও দন্ডপানিপুর জামে মসজিদের ইমাম ক্বারী মাওলানা গুলজার হোসেন।