শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০১:২৬ পূর্বাহ্ন


সিলেটে ভুল চিকিৎসায় দুই রোগীর মৃত্যুর অভিযোগ, সংঘর্ষ: সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ

সিলেটে ভুল চিকিৎসায় দুই রোগীর মৃত্যুর অভিযোগ, সংঘর্ষ: সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ


শেয়ার বোতাম এখানে

স্টাফ রিপোর্ট:

সিলেট জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে এক মহিলা রোগীর মৃত্যু নিয়ে স্বজন ও নিরাপত্তা কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

বুধবার (১৫ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সিলেট জালালাবাদ থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, এক মহিলা রোগীর মৃত্যু নিয়ে স্বজন ও নিরাপত্তাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং কিছু ভাঙচুর হয়। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

জানা গেছে, নিহত মহিলার নাম ফুলজান বিবি। তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ইসলামাবাদ এলাকার বাসিন্দা।

স্বামী ও ছেলেদের অভিযোগ, ফুলজান বিবি ৩ দিন আগেই ভুল চিকিৎসায় মারা গেছেন এবং মৃত্যুর পরও লাশ আইসিইউতে রেখে দেন মেডিকেল কর্তৃপক্ষ।

এদিকে এই সংঘর্ষের আগে গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নের কান্দিগাও গ্রামের আরেক বৃদ্ধ মহিলার মৃত্যুর পর একই অভিযোগ করেন স্বজনরা।

তারাও জানান, তাদের রোগীকেও ভুল চিকিৎসায় রাকিব আলী মেডিকেল কলেজের ডাক্তাররা মেরে ফেলেছে। তাদের রোগীর শ্বাসকষ্ট ছিল কিন্তু এই রোগীকে ডাক্তার নাকি কোন অনুমতি ছাড়াই অপারেশন করেছে। এরপর গত দুইদিন তাদের দেখতে দেওয়া হয়নি।

তারা আরো অভিযোগ করে বলেন, তাদের রোগিও আগে মারা গেছে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ টাকা হাতিয়ে নেওয়ার জন্য আইসিইউতে রেখেছে। গত দুই দিনে তাদের দিয়ে অনেক টেস্ট করিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু এই দুইদিন তাদের রোগীকে দেখতে দেয়নি।

স্বজনরা আরো জানান, আজ যখন তারা রোগীকে দেখতে গেলেন তখন উনার শরীর থেকে গন্ধ ও রক্ত বের হচ্ছিলো। তারা এই অবিচারের সাথে জড়িতদের শাস্তি দাবি করেছেন।

এদিকে নিরাপত্তা কর্মীদের হামলায় আহত সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যানের প্রচার সম্পাদক একজন রোগীর ছেলে সামাদ রহমানের উপর ও তার আত্মীয় স্বজনদের উপর হামলার ঘটনায় সিলেট-সুনামগঞ্জ রোড অবরোধ করে রেখেছে ট্রাক শ্রমীক ও রোগীর স্বজনরা। তারা সুবিধবাজারের পাঠানটুলায় এই অবরোধ করে রাখে। এতে দুইদিক কয়েক শতাধিক গাড়ি আটকা পড়েছে।

আন্দোলনকারীরা জানিয়েছে, তাদের উপর হামলা ও ভুল চিকিৎসায় জড়িতদের বিচার না হওয়ায় পর্যন্ত তারা তাদের আন্দোন অবরোধ চালয়ে যাবে।

 


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin