রাজনগর প্রতিনিধি:
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মৌলভীবাজারের রাজনগর উপজেলা নির্বাচন অফিসার আলিফ লায়লা (৪৫)। বুধবার রাত ১০টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বৃহস্পতিবার (৮জুলাই) মৌলভীবাজার জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন আলিফ লায়লার মৃত্যুর খবরের তথ্য নিশ্চিত করেছেন।
জেলা নির্বাচন কার্যালয় ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, সপ্তাহখানেক আগে আলিফ লায়লার করোনা শনাক্ত হয়। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতে তিনি মারা যান। তাঁর এক ছেলে ও এক মেয়ে। তাঁর স্বামী পরিবেশ অধিদপ্তরে পরিদর্শক হিসেবে কর্মরত। আলিফ লায়লার স্বামীও করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।