রাজনগর প্রতিনিধি:
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ড্রেজার মেশিন দ্বারা অবৈধভাবে বালু উত্তোলন করায় মোবাইল কোর্ট পরিচালনা করে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে ফতেপুর ইউনিয়নের কুশিয়ারা নদীর আব্দুল্লাহপুর এলাকায় রাজনগর উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ঊর্মি রায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় সেনাবাহিনীর কয়েকজন সদস্য সহযোগিতায় ছিলেন।
সূত্রে জানা যায়, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ওসমানীনগরের লিটন মিয়া (৩২) কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ (গ) ধারা লঙ্ঘনের দায়ে উক্ত আইনের ১৫ (১) ধারা মোতাবেক ১,৫০,০০০/- (এক লাখ পঞ্চাশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং অর্থদন্ড তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ঊর্মি রায় বলেন, আমরা খবর পেয়ে সেখানে গিয়ে দেড় লক্ষ টাকা জরিমানা করি। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।