বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০১:০৪ অপরাহ্ন


রাজনগরে আর্সেনিক ঝুঁকি নিরসনে অবহিতকরণ

রাজনগরে আর্সেনিক ঝুঁকি নিরসনে অবহিতকরণ


শেয়ার বোতাম এখানে

রাজনগর প্রতিনিধি:

মৌলভীবাজারের রাজনগরে আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্প বিষয়ক অবহিতকরণ কর্মসূচি হয়েছে। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং এন.জি.ও ফোরাম ফর পাবলিক হেলথ সিলেট রিজিওনের সহযোগিতায় মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অবহিতকরণ কর্মসূচি ও প্রশিক্ষণের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মুক্তি চক্রবর্তী।

উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল রাজনগরের উপ-সহকারী প্রকৌশলী মো. রাজীব আহমেদ,পাঁচগাও ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ছানা, এন.জি.ও ফোরাম ফর পাবলিক হেলথের টেনিং প্রোগ্রামের মো. নাসির উদ্দীন, মো. শামসুল করিম প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার প্রকাশ চক্রবর্তী, সাংবাদিক আহমদউর রহমান ইমরান সহ প্রশিক্ষণে অংশগ্রহনকারী প্রতি ইউনিয়ন থেকে ৬ জন করে টেস্টার উপস্থিত ছিলেন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin