রাজনগর প্রতিনিধি:
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় এক শিশুর (১২) শরীরে নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। সে উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা।
শনিবার (২০ জুন) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বর্ণালী দাস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নতুন আক্রান্তের বয়স ১২ বছর। তার বাড়ি উপজেলার সদর ইউনিয়নের পদিনাপুর গ্রামে। সে আগে থেকেই ফুসফুসের সমস্যা ও অন্যান্য রোগে আক্রান্ত। এ পর্যন্ত উপজেলায় আক্রান্ত ১৪ জন।